সুনামগঞ্জ
ধর্মপাশা ও মধ্যনগরে পল্লী বিদ্যুতের ‘গণছুটি’তে ২১ হাজার গ্রাহক বিদ্যুৎহীন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫২

ছবি: সংগৃহীত।
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় পল্লী বিদ্যুতের ৫৫ জন কর্মচারীর মধ্যে ৫১ জন চার দফা দাবি আদায়ের জন্য ‘গণছুটিতে’ চলে যাওয়ায় গ্রাহকরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন। এর ফলে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুই উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রায় ২১ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা উপজেলা উপ-আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, ধর্মপাশা ও মধ্যনগরের মোট ১০টি ইউনিয়নের মধ্যে ৯টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় এবং এখানে প্রায় ৫১ হাজার গ্রাহক রয়েছেন।
রোববার সকাল ৮টা থেকে মধ্যনগরের চামরদানী, বংশীকুণ্ডা উত্তর ও বংশীকুণ্ডা দক্ষিণ এবং বেলা ৩টা থেকে ধর্মপাশার জয়শ্রী ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়েছে। ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা বলেন, ‘আমাদের ইউনিয়নে বিকেল ৩টা থেকে বিদ্যুৎ নেই। অফিসে ফোন করলেও কোন কর্মী পাওয়া যাচ্ছে না। সমস্যার সমাধান কবে হবে, তা জানা যাচ্ছে না।’
মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের জনৈক স্কুলশিক্ষিকা জানান, ’সকাল ৮টা থেকে বিদ্যুৎ নেই। কর্মীরা না থাকায় লাইন মেরামত সম্ভব হচ্ছে না। তাই রাতে কুপিবাতি জ্বালাতে বাধ্য হয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা উপ-আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান বলেন, ‘মোট ৫৬ জন জনবল রয়েছে, যার মধ্যে ৫১ জন কর্মচারী ‘গণছুটি’তে রয়েছেন। নিরাপত্তা প্রহরীসহ মাত্র পাঁচজন কর্মস্থলে আছেন। ফলে পাঁচটি ইউনিয়নের বিদ্যুতের ত্রুটি মেরামত করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’