শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9379

sylhet

প্রকাশিত

০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৩

আপডেট

০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৬

সিলেট

কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হত্যা মা’মলা: অভিযুক্ত জুনেলের দুই দিনের রি*মান্ড

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৩

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের কুলাউড়ায় বহুল আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম (১৫) হত্যা মামলার একমাত্র আসামি জুনেল মিয়ার (৩৯) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুকের আবেদনের প্রেক্ষিতে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এটি আসামি জুনেলের তৃতীয়বারের মতো রিমান্ড আবেদন।

রিমান্ডের খবর ছড়িয়ে পড়লে নিহত আনজুমের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। তাঁরা আশা প্রকাশ করেন, এবার সুষ্ঠু বিচার নিশ্চিত হবে।

আদালতে রিমান্ড শুনানির সময় আসামি জুনেলের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তবে বাদী ও রাষ্ট্রপক্ষের পক্ষে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট কামরুল ইসলামসহ কয়েকজন আইনজীবী উপস্থিত থেকে ন্যায়বিচারের দাবিতে বক্তব্য রাখেন।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, ‘ঘটনাস্থল একাধিকবার পরিদর্শন করে নতুন করে তদন্ত শুরু করা হয়েছে। গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে আদালতে জমা দেওয়া হয়েছে। আমরা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

উল্লেখ্য, গত ১২ জুন প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হন আনজুম। দুই দিন পর ১৪ জুন বিকেলে বাড়ির পাশে জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আনজুম উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের আব্দুল খালিকের মেয়ে এবং স্থানীয় শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনার দুই দিনের মাথায় পুলিশ ঘাতক জুনেল মিয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করলেও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানায়।

এর আগে জুনেলকে দু’বার রিমান্ডে নিতে চাইলেও আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন। এতে সুষ্ঠু বিচার নিয়ে হতাশা সৃষ্টি হয় এবং কুলাউড়াসহ পুরো মৌলভীবাজার জেলায় শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও আন্দোলন চালিয়ে যায়।