শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9391

sylhet

প্রকাশিত

০৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৯

সিলেট

কুলাউড়ায় বন্ধ রেলস্টেশন চালু ও ৮ দফা দাবিতে মানববন্ধন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৯

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভাটেরা রেলস্টেশনসহ সকল বন্ধ রেলস্টেশন চালু এবং বৃহত্তর সিলেটবাসীর ৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভাটেরা রেলস্টেশন প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সিলেট-আখাউড়া সেকশনে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রেলস্টেশনগুলোর মধ্যে ভাটেরা স্টেশন দ্রুত চালুর দাবি জানান।

তারা হুঁশিয়ারি দেন, সিলেট–ঢাকা ও সিলেট–কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু সহ ৮ দফা দাবি না মানা হলে রেলপথ অবরোধ এবং ট্রেন আটকে দেওয়ার মতো পদক্ষেপ নেয়ার বিষয়ে সমন্বয় করবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি শেখ আকমল হোসেন তালুকদার এবং পরিচালনা করেন শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী।

সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা সারোয়ার আলম বেলাল, ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি, ভাটেরা বিএনপির সভাপতি শেখ আজাদ সিদ্দিকী, মাদ্রাসা শিক্ষক ও অন্যান্য স্থানীয় সমাজ ও রাজনীতির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সিলেটবাসীর প্রতি রেলওয়ের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এবং ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবিতে গত ৩০ আগস্ট কুলাউড়া জংশন স্টেশনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে ৯ আগস্ট মানববন্ধন, ১১ আগস্ট রেল উপদেষ্টা ও রেলসচিবসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান, ১৬ আগস্ট সিলেট রেলস্টেশন এবং ২৩ আগস্ট শ্রীমঙ্গল স্টেশনে মানববন্ধন করা হয়।

আন্দোলনকারীরা এক মাসের সময়সীমা বেঁধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে সেপ্টেম্বর পর্যন্ত প্রচারপত্র বিতরণ ও সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে রেলযাত্রীদের সঙ্গে মতবিনিময়, ১৩-২৬ সেপ্টেম্বর রাজনৈতিক সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং ২৭ সেপ্টেম্বর কুলাউড়া রেলস্টেশন প্লাটফর্মে এক বিশাল গণ অনশন।

এছাড়া অক্টোবর মাসের শুরুতে ৮ দফা দাবি আদায় না হলে রেলপথ অবরোধের কর্মসূচি পালিত হবে।