মালয়েশিয়ায় ফর্ম সিক্স ছাত্র পরিষদ নির্বাচন: গণতন্ত্র ও নেতৃত্ব শেখার পাঠশালা
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৫

ছবি: সংগৃহীত।
মালয়েশিয়ায় ফর্ম সিক্স ছাত্র পরিষদ নির্বাচন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্বশীলতায় গড়ে তোলার একটি কার্যকর প্রশিক্ষণ ক্ষেত্র হয়ে উঠেছে। এটি শিক্ষা মন্ত্রণালয়ের ফর্ম সিক্স শিক্ষা রোডম্যাপ ২০২৪-২০৩০ এর অংশ হিসেবে শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সেলাঙ্গর শিক্ষা বিভাগের উপ-পরিচালক হানিসা মোহাম্মদ আলী বলেন, ‘ছাত্র প্রতিনিধি পরিষদের প্রতিষ্ঠা শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে শিক্ষা ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার একটি উদ্যোগ। এটি নেতৃত্ব, যোগাযোগ ও সামাজিক দায়বদ্ধতা শেখার পাশাপাশি প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতেও সহায়তা করছে।’
নির্বাচন প্রক্রিয়া শুরু হয় প্রতিটি স্কুলে চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান ও সচিব পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে। পরবর্তীতে জেলা ও রাজ্য পর্যায়ের স্ক্রিনিং শেষে যোগ্য প্রার্থীরা জাতীয় পর্যায়ে অগ্রসর হয়। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে অক্টোবরের শেষে গঠন করা হবে জাতীয় ফর্ম সিক্স ছাত্র পরিষদ।
এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা শিখছে প্রার্থী নির্বাচন, ভোটদান এবং গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের বাস্তব অভিজ্ঞতা।
মালয়েশিয়ায় ভোটদানের ন্যূনতম বয়স ১৮ বছর হওয়ায়, এই নির্বাচন তরুণদের জন্য ভোটদান ও নেতৃত্ব শেখার একটি বাস্তব প্রশিক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্বাচন একাডেমি অংশগ্রহণকারী স্কুলগুলোকে পেশাদার সহায়তা, নির্দেশনা ও পরামর্শ প্রদান করছে, যাতে ভোটদান প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও দক্ষ হয়।
শিক্ষাবিদরা মনে করছেন, এই উদ্যোগ কেবল স্কুল ক্যাম্পাসেই সীমাবদ্ধ নয়; বরং এটি ভবিষ্যতের দায়িত্বশীল ও গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরির একটি শক্তিশালী ভিত্তি।
ফর্ম সিক্স ছাত্র পরিষদ নির্বাচন প্রমাণ করছে, গণতন্ত্র কেবল ভোটের প্রক্রিয়া নয়- এটি নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতার এক অঙ্গীকার।