শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9417

sylhet

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৪

সিলেট

কমলগঞ্জে ধানখেত থেকে যুবকের গলাকা’টা লাশ উদ্ধার

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৪

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানখেত থেকে লিটন মিয়া (২৭) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত লিটন উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামের সাত্তার মিয়ার ছেলে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে পশ্চিম নন্দগ্রামের একটি মসজিদের পাশে ধানখেত থেকে স্থানীয়রা লিটনের লাশ দেখতে পান। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ ধারণা করছে, সোমবার রাতে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, লিটনের সঙ্গে এলাকার অনেকের বিরোধ ছিল। তিনি এলাকায় চুরি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে তাকে এভাবে হত্যা করা উচিত হয়নি বলে মত স্থানীয়দের।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান, লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।