শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9420

surplus

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৫

অন্যান্য

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নতুন নির্দেশনা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৫

ছবি: সংগৃহীত।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত পরিপত্রে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ)’ অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠনে শিক্ষা বোর্ডগুলোকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মূল নির্দেশনা

১. ২০২৪ সালের ১৮ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী যেসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা চলছে, সেসব প্রতিষ্ঠানে ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

২. যেখানে এখনও অ্যাডহক কমিটি গঠিত হয়নি, সেখানে আগামী ১৫ দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করে ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

৩. ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি বিলুপ্ত হবে।

৪. নির্ধারিত সময়ে কমিটি গঠন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।