শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9424

sylhet

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৮

আপডেট

০৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৪

সিলেট

দোয়ারাবাজার

বালুবাহী গাড়ির জ্যামে আটকে সন্তান প্রসব, চিকিৎসার অভাবে নবজাতকের মৃ’ত্যু

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৮

ছবি: সংগৃহীত।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বালুবাহী ট্রাক-ট্রলি ও ঠেলাগাড়ির দীর্ঘ যানজটে আটকে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারী গাড়িতেই সন্তান প্রসব করেন। তবে সময়মতো চিকিৎসা না পেয়ে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাং রাবারড্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষীপুর ইউনিয়নের চকবাজার এলাকার শফিকুল ইসলাম (৩০) তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রৌশনারা বেগমকে (২৩) নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে খাসিয়ামারা নদী থেকে বালু বহনকারী গাড়ির জ্যামে আটকে যান তারা।

দীর্ঘ সময় আটকে থাকার মধ্যে গাড়িতেই প্রসব করেন রৌশনারা। নবজাতক জন্মের পর প্রায় দেড় ঘণ্টা জ্যামে আটকে থাকার কারণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পরে সন্ধ্যা ৭টার দিকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক এ ঘটনার পর শোকাহত পিতা শফিকুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ঘটনার বর্ণনা দিয়ে বিচার দাবি করেন।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সালেহীন খান বলেন, ‘শিশুটি জন্মের পরপরই শ্বাসনালীতে ব্লক হয়েছিল। মাত্র দুই-তিন মিনিট অক্সিজেন পেলেই তাকে বাঁচানো যেত।’

খাসিয়ামারা নদীর ইজারাদার শাহজালাল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ও সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ জানান, ‘সড়ক সরু হওয়ায় গাড়ি ক্রস করতে সমস্যা হয়। জ্যাম এড়াতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে, ভবিষ্যতে যাতে আর জ্যাম না লাগে।’

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, ‘বালু উত্তোলনের কারণে জনদুর্ভোগ তৈরি হয়েছে। এ বিষয়ে ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান নেওয়া হবে।’