শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9426

surplus

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:১২

অন্যান্য

ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:১২

ছবি: সংগৃহীত।

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ও অভিযোগ-পাল্টা অভিযোগ বাদ দিলে সারাদিন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন।

তবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফলাফল প্রকাশকে কেন্দ্র করে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের দোয়েল চত্বর, শাহবাগ, নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এতে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতের দুই গ্রুপের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এ ছাড়া শাহবাগ মোড়, টিএসসি ও দোয়েল চত্বরেও নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। ফলে পুরো ক্যাম্পাস এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এরই মধ্যে ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম রাতে জানান, ফলাফল ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘সন্ধ্যার পর থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চলছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা।’