শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9450

sylhet

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫০

সিলেট

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর ম’র্মান্তিক মৃ’ত্যু

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫০

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে চাচাতো-ফুফাতো তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই, আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খেলার সময় এক শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্য দুজনও পানিতে পড়ে যায়।

প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেননি। কিছুক্ষণ পর গ্রামের এক মহিলা পুকুরে অহনার দেহ ভাসতে দেখে চিৎকার করেন।

পরে গ্রামবাসী এগিয়ে এসে তিন শিশুকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. চম্পক কিশোর সাহা সুমন শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান ঘটনাস্থল ও হাসপাতালে যান।

হাসপাতালে গিয়ে দেখা যায়, তিন শিশুর নিথর দেহ পাশাপাশি শায়িত। স্বজনদের আহাজারীতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। শোকে পাথর হয়ে গেছেন নিহত শিশুদের পিতা-মাতা।

হৃদয়বিদারক এ দৃশ্য দেখতে শত শত মানুষ হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন।