শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9458

sylhet

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪২

সিলেট

দোয়ারাবাজার

এনসিপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪২

ছবি: সংগৃহীত।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজারে এনসিপি নেতা ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর অভিযোগ, আতাউর রহমান স্বপন দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে ভূমি দখল, দোকানপাট শিলগালা, অবৈধ সীমানা প্রাচীর নির্মাণসহ নানা অপকর্ম চালিয়ে আসছেন।

চকবাজারের ব্যবসায়ী জুয়েল আহমদ বলেন, ‘স্বপন আমার দোকান ‘জুয়েল ভেরাইটিজ স্টোর’-এর দরজা-জানালা ওয়েল্ডিং করে বন্ধ করে দিয়েছে। এমনকি দোকানের পেছনে অবৈধ সীমানা প্রাচীরও নির্মাণ করেছে। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছি। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই।’

অন্য ব্যবসায়ী খায়রুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমাদের ‘আনন্দ টেইলার্স’-এর ক্ষেত্রেও একইভাবে দখল ও শিলগালার ঘটনা ঘটিয়েছে স্বপন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

চকবাজার কমিটির সভাপতি জাকির হোসেন জানান, বাজার কমিটি একাধিকবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করলেও কোনো ফল পাওয়া যায়নি।

সাধারণ সম্পাদক হারুন মিয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্বপন বারবার কমিটির সিদ্ধান্ত অমান্য করেছেন।’

সহ-সভাপতি ডা. এ আর খোকন ও সাংগঠনিক সম্পাদক হাবিব মির্জাও একই দাবি করেন।

ভুক্তভোগী শাহ জাহান অভিযোগ করে বলেন, ‘স্বপন গুণ্ডা বাহিনী দিয়ে এলাকায় নানা অপকর্ম চালাচ্ছেন। এমনকি ঘটনাস্থলে সাংবাদিকদেরও বাধা দিয়েছে তার নিয়ন্ত্রিত স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।’

এ বিষয়ে স্বপনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে ভুক্তভোগীরা দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগও জমা দিয়েছেন।

মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী ও এলাকাবাসীরা প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ এবং আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।