শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9464

surplus

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৬

অন্যান্য

ময়মনসিংহ জেলা জমিয়তের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৬

ছবি: সংগৃহীত।

আজ ১০ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ময়মনসিংহের অনুভব কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা জমিয়তের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী।

প্রধান অতিথি ছিলেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল হাসান খাদিমানি, সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনোয়ার মাহমুদ এবং মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী।

বক্তারা তাদের আলোচনায় জমিয়তের সোনালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, ‘দ্বীন ও মিল্লাতের হেফাজতে সংগঠনের অবদান অতুলনীয়। প্রতিটি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে সৎ, যোগ্য ও আদর্শবান দায়ী হিসেবে গড়ে তুলতে হবে। নীতির উপর অবিচল থেকে সংগঠন ও সমাজকে এগিয়ে নিতে হবে।’

তারা আরও বলেন, ‘একজন দায়ীর প্রতিটি কর্মকাণ্ড হবে ইসলামী নীতি ও আদর্শের আলোকে। আচার-আচরণে রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের আদর্শ প্রতিফলিত হতে হবে। কর্মীরা দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠনকে বিস্তৃত ও শক্তিশালী করে তুলবেন।’

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার আওতাধীন থানা, উপজেলা ও ইউনিয়নের নির্বাচিত দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন এবং ধারাবাহিক প্রশিক্ষণ গ্রহণ করেন।