সংবাদ সম্মেলন
কাজী জালালউদ্দিন স্কুলে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণের দাবি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০১

ছবি: সংগৃহীত।
সিলেট নগরীর কাজী জালালউদ্দিন বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাথমিক শাখায় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইয়াং লিডার ফেলোশিপ প্রোগ্রামের ২৫তম ব্যাচের রাজনৈতিক ফেলো তানিয়া আহমেদ ও শাহরিয়ার ইমন সানি।
লিখিত বক্তব্যে তারা জানান, বর্তমানে প্রাথমিক শাখায় ৪০০-এর বেশি শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত টয়লেট নেই। এতে শিক্ষার্থীরা, বিশেষ করে ছাত্রীদের, মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে হচ্ছে।
এ বিষয়ে গত ১১ আগস্ট স্থানীয় শিক্ষার্থী ও শিক্ষকদের ২০০ জনের স্বাক্ষরসহ একটি স্মারকলিপি বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসকের কাছে জমা দেওয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে দুটি মানসম্মত টয়লেট নির্মাণ জরুরি। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার উপস্থিত ছিলেন।