
ছবি: সংগৃহীত।
আগামী শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভায় আইন-শৃঙ্খলা বাহিনী, সিটি করপোরেশন, উপজেলা প্রশাসন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা এ বছরের পূজা উদ্যাপনে নানা চ্যালেঞ্জ ও প্রস্তাবনা তুলে ধরেন।
বক্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।
সভায় জেলা প্রশাসক পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, শৃঙ্খলা বজায় রাখা ও স্বেচ্ছাসেবক নিয়োজিত করার নির্দেশ দেন।
তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট অনন্য। এই সহাবস্থান বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
এছাড়া সভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে গুজব প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা জানান, পূজা মণ্ডপগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে এবং পুলিশ টহল জোরদার করা হবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে সিটি করপোরেশন এলাকায় একটি কন্ট্রোল রুম খোলা হবে, যা ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।