শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9496

surplus

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২০

অন্যান্য

সিলেটে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২০

ছবি: সংগৃহীত।

আগামী শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভায় আইন-শৃঙ্খলা বাহিনী, সিটি করপোরেশন, উপজেলা প্রশাসন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা এ বছরের পূজা উদ্যাপনে নানা চ্যালেঞ্জ ও প্রস্তাবনা তুলে ধরেন।

বক্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলা প্রশাসক পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, শৃঙ্খলা বজায় রাখা ও স্বেচ্ছাসেবক নিয়োজিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট অনন্য। এই সহাবস্থান বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

এছাড়া সভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে গুজব প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা জানান, পূজা মণ্ডপগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে এবং পুলিশ টহল জোরদার করা হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে সিটি করপোরেশন এলাকায় একটি কন্ট্রোল রুম খোলা হবে, যা ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।