শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9499

surplus

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮

অন্যান্য

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭১ অবৈধ অভিবাসী আটক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জোহর বাহরুতে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১৭১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর সেতাপাকের দানাউ কোটার ১৯ তলা ফ্ল্যাটে চালানো অভিযানে ১২৫ জনকে আটক করা হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, আটককৃতদের মধ্যে ৮১ জন পুরুষ ও ৪৪ জন নারী। তারা এসেছেন মিয়ানমার (৬৯), ভারত (২৫), পাকিস্তান (১৪), ইন্দোনেশিয়া (১২) ও বাংলাদেশ (৫) থেকে।

বৈধ কাগজপত্র না থাকা এবং ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

অন্যদিকে বুধবার রাতে জোহরের উলু তিরম এলাকায় ‘অপস সাপু’ অভিযানে আরও ৪৬ জনকে আটক করা হয়। এর মধ্যে রয়েছেন ২৩ জন ইন্দোনেশিয়ান, ১৬ জন মিয়ানমার নাগরিক, ৪ জন বাংলাদেশি, ১ জন নেপালি এবং ২ জন শিশু। আটককৃতদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী তদন্ত চলছে। একইসাথে বাড়ির মালিক ও নিয়োগদাতাদের সতর্ক করে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের আশ্রয় দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া চলমান অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০-এর আওতায় ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া সরকার।