লু’টপাট, ছি’নতাই, স’ন্ত্রাস ও চাঁ’দাবাজী বন্ধে কঠোর পদক্ষেপের দাবি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৫

ছবি: সংগৃহীত।
লুটপাট, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজী, খুন ও ধর্ষণ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে নতুনধারা বাংলাদেশ (এনডিবি) একটি সংবাদ সম্মেলন করেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে চেয়ারম্যান মোমিন মেহেদী লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, ‘নির্মমতার রাজনীতি থেকে মুক্তির প্রত্যয়ে দেশ আজ হাহাকার করছে। প্রতিদিন নির্মমভাবে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, সন্ত্রাস ও দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির কষাঘাতে মানুষ জর্জরিত হচ্ছে। এসব থেকে মুক্তির জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি রাজপথে আছে এবং থাকবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য রাশেদ মিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা ও সাংগঠনিক সম্পাদক বিথি হাওলাদার প্রমুখ।