শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9536

surplus

প্রকাশিত

১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫

অন্যান্য

ডাকসুতে দিরাইয়ের শাহিনুর

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫

ছবি: মো. শাহিনুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কাইমা গ্রামের মেধাবী শিক্ষার্থী মো. শাহিনুর রহমান কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র।

শাহিনুর রহমান শিবির সমর্থিত ঐক্যবদ্ধ জোটের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে কার্যনির্বাহী সদস্য পদে ৪,৩৯০ ভোট পেয়ে জয়ী হন।

তার এই বিজয় সিলেট ও সুনামগঞ্জের মানুষের জন্য গৌরবের বিষয় হয়ে উঠেছে।

জয়লাভের পর তিনি বলেন, ‘নির্বাচনে জয়ী হয়ে আমি অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছেন, তাদের আস্থা ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই- এই দোয়া চাই আল্লাহর কাছে।’

শাহিনুর রহমান আরও বলেন, ‘আমি সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন শিক্ষার্থী। আমার শরীরে হাওরপাড়ের গন্ধ, মাটির টান লেগে আছে। সিলেট বিভাগের একমাত্র আমি ডাকসুতে নির্বাচিত হয়েছি। সিলেটবাসীর, বিশেষত সুনামগঞ্জ হাওরাঞ্চল ও সিলেট সরকারি কলেজের প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের।’

তার এই সাফল্যে সিলেটের মানুষ আনন্দিত ও গর্বিত। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।