শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9538

sylhet

প্রকাশিত

১২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৮

সিলেট

তাহিরপুর

চোরাচালানের কয়লা বোঝাই ট্রলারসহ গ্রে’ফতার ৩

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৮

ছবি: সংগৃহীত।

সুনামগঞ্জের তাহিরপুরে ভারত থেকে চোরাচালানের কয়লা বোঝাই ট্রলার আটক করে তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উওর শ্রীপুর ইউনিয়নের সীামান্তগ্রাম সংসারপাড়ের লায়েছ মিয়ার ছেলে রাশিদ মিয়া ও হরমুজ আলীর ছেলে খুরশিদ আলম এবং কলাগাঁও সীমান্ত গ্রামের আব্দুল বারেকের ছেলে দ্বীন ইসলাম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগরের হাওর পথে অভিযান চালিয়ে ৩২০ বস্তা কয়লা ও একটি ষ্টিল বডি (ইঞ্জিন) ট্রলার জব্দ করা হয়।

রাশিদ উওর শ্রীপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদ্য সাবেক আহ্বায়ক লায়েছ মিয়ার ছেলে এবং খুরশিদ উওর শ্রীপুর যুবদল নেতা হাবিবুর রহমান হাবির ভাগ্নে।

মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, খবর পেয়ে নৌপথে অভিযান চালিয়ে চোরাকারবারিদের গ্রেফতার করা হয়।

অভিযোগ রয়েছে, কয়েকবছর ধরে তাহিরপুরের চারাগাঁও শুল্ক স্টেশন ও সংশ্লিষ্ট এলাকার কিছু অসৎ সরকারি কর্মকর্তা ও বিজিবি সদস্যদের মাধ্যমে চোরাকারবারিরা ভুয়া চালানপত্র ব্যবহার করে কয়লা চোরাচালান করে আসছিল। প্রতিবার বোঝাই ট্রলার নির্বিঘ্নে সরানোর বিনিময়ে ৭০ থেকে ১ লাখ টাকা চাঁদা আদায় করা হতো।

অভিযানকালে আটক ট্রলারটি নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশ্যে রওনা হওয়া ছিল।

স্থানীয় নৌ পুলিশ ও বিজিবি চোরাচালান রোধে নিয়মিত তৎপর।

তাহিরপুর থানা ও ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্পের কর্মকর্তারা জানিয়েছে, ‘তাদের কোনো সদস্য চোরাচালানের সঙ্গে জড়িত নয়।’