৪ লাখ টাকা চুরির ঘটনায় গাড়িচালকের বাসায় তল্লাশি, চুনারুঘাট থানার ওসি ক্লোজড
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪২

ছবি: মোহাম্মদ নূর আলম
হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর আলমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে ক্লোজডের নির্দেশ দেওয়া হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এমএএন সাজেদুর রহমান।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর ওসি নূর আলমের সরকারি বাসা থেকে প্রায় ৪ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার ব্যক্তিগত গাড়িচালক ওয়াসিমের বাসায় তল্লাশি চালান তিনি।
ওই সময়ের ৬ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা দেখা দেয়।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওসি নূর আলমকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়।