শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9560

surplus

প্রকাশিত

১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪২

অন্যান্য

জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪২

ছবি: সংগৃহীত।

বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হলে তাঁর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে তাঁর জন্ম ও মৃত্যু দিবস পালন করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক, কমিউনিটি নেতা ও ওসমানী গবেষক কে.এম. আবু তাহের চৌধুরী।

তিনি বলেন, ‘যখনই আমাদের গণতন্ত্র বিপন্ন হবে, তখন ওসমানীর মতো মানুষ আমাদের আলোকবর্তিকা হয়ে থাকবেন। ওসমানীকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, আর নয়।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) মুসলিম সাহিত্য সংসদের কক্ষে অনুষ্ঠিত সাইক্লোনের ৩২৫তম সাহিত্য আসরে ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কলামিস্ট ও কবি বেলাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি কবি আব্দুল মুকিত অপি।

মূল প্রবন্ধ পাঠ করেন সাইক্লোনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাসলিমা খানম বীথি। তরুণ লেখক হুসাইন হামিদ সঞ্চালনা করেন।

আলোচনায় অংশ নেন- কবি সালেহ আহমদ খসরু (ডিরেক্টর, যমুনা অয়েল কোম্পানি), সেলিম আউয়াল (সাধারণ সম্পাদক, মুসলিম সাহিত্য সংসদ), বদরুদ্দোজা বদর (ক্রীড়া সাংবাদিক), ছাব্বির আহমদ (অধ্যক্ষ, দয়ামীর ডিগ্রি কলেজ), প্রকৌশলী মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ (সহসভাপতি, ওসমানী ফাউন্ডেশন), ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার (সভাপতি, সাইক্লোন), প্রভাষক কবি ইশরাক জাহান জেলি (সাধারণ সম্পাদক, সাইক্লোন), শিক্ষাবিদ নেছারুল হক চৌধুরী বুস্তান

এছাড়াও কবি সুফি আকবর, কবি কামাল আহমদ, টিএ সুলেমান, গীতিকবি বাহাউদ্দিন বাহার, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেলসহ অনেকে লেখাপাঠে অংশ নেন।