শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9566

surplus

প্রকাশিত

১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪২

অন্যান্য

চা শ্রমিক সন্তানদের হাতে ভর্তির অর্থ হস্তান্তর

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪২

ছবি: সংগৃহীত।

টাকার অভাবে কলেজে ভর্তি হতে না পারা চা শ্রমিক সন্তানদের জন্য শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন 'আকবেট' ও এডুকেশন ফর চেইন্জ অর্থ সহযোগিতা দিয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সদর উপজেলা সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ৯ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ হস্তান্তর করা হয়।

প্রধান অতিথি সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনূর রুবাইয়াত শিক্ষার্থীদের পরামর্শ দেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য লেখাপড়ায় নিজেকে পুরোপুরি মনোনিবেশ করতে হবে।

তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে তার কার্যালয় সহযোগিতা করবে।

ভর্তির অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকেশন ফর চেইন্জের ট্রাস্টি প্রফেসর ড. তোফায়েল আহমেদ এবং এথনিক কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (একডো) নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ।

লক্ষ্মীকান্ত সিংহ জানান, মানবিক টিম সিলেটের প্রধান সমন্বয়ক শফি আহমেদ ও তার টিম ভর্তির পাশাপাশি শিক্ষার্থীদের বকেয়া বেতন ও বই খাতার খরচও নিশ্চিত করবে।

এর আগে গত বুধবার ইমজা নিউজে প্রকাশিত ‘টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছে না ১১ চা শ্রমিক সন্তান’ শিরোনামের প্রতিবেদনের পর এই সহায়তা কার্যক্রম শুরু হয়।