শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9592

surplus

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০০

আপডেট

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯

অন্যান্য

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ৯ম বর্ষে পদার্পণ

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০০

ছবি: সংগৃহীত।

বর্ণাঢ্য আয়োজনে নবম বর্ষে পদার্পণ করলো সিলেটের মুরারিচাঁদ কলেজের সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি।

দিবসটি উপলক্ষে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজে এক র‍্যালি অনুষ্ঠিত হয়। 

পরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান। 

বিশেষ অতিথি ছিলেন- এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শেখ মো. নজরুল ইসলাম, শৈলেন্দ্র মোহন সিংহ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ।

এসময় বক্তারা বলেন, ‘সাংবাদিকরা সততা, নিরপেক্ষতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করে থাকেন। ভয়ভীতির ঊর্ধ্বে থেকেই তারা বস্তুনিষ্ট ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করে থাকেন। যা আমাদের সমাজের কল্যাণ বয়ে আনে। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বিগত ৮ বছর থেকে কলেজের উন্নতি, অগ্রগতি ও অসংগতি তুলে ধরছে। তারা এসব তুলে ধরছে বলেই এমসি কলেজের সুনাম আরো বিশ্বব্যাপী ফুঁটে উঠছে। এমসি কলেজ থেকে পড়ালেখা করে, সাংবাদিকতা করে আজ অনেকে জাতীয় পর্যায়ে কাজ করে যাচ্ছেন। রিপোর্টার্স ইউনিটির এ যাত্রা অব্যাহত থাকুক।’ 

অনুষ্ঠানের শুরুতে রিপোর্টার্স ইউনিটির সহযোগী সদস্য সাহেদ মিয়ার কোরআন থেকে তিলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য দেন কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিহা। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি, ছাত্রশিবিরের সভাপতি ইসমাঈল খান, রিপোর্টার্স ইউনিটির সদস্য মো. আলী হোসেন। 

অনুষ্ঠানে কেক কাটার মধ্যে দিয়ে ৯ম বর্ষে পদার্পণেউদযাপন করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর একঝাঁক উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু করে ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এমসি কলেজকে দেশ-বিদেশে তুলে ধরতে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে রিপোর্টার্স ইউনিটি।