
ছবি: সংগৃহীত।
সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কুখ্যাত ছিনতাইকারী ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রাশেদ আহমদ (৩০) গ্রেপ্তার হয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শাহজালাল উপশহরের এইচ ব্লকে মোস্তাফিজুর রহমানের কলোনী থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রাশেদ আহমদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শোভান গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আকবর হোসেন ও মায়ের নাম খোরশেদা বেগম। বর্তমানে তিনি শাহজালাল উপশহরে বসবাস করছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি)। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই সুব্রত চৌধুরী, এসআই সোহেল চন্দ্র সরকার, এসআই সৈয়দ ফখরুল ইসলাম, এসআই জাফর ইমাম, এএসআই হামিদ ও সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, রাশেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে শাহপরাণ থানা পুলিশ।