ছবি: সংগৃহীত।
এশিয়া কাপের সুপার ফোরে আজ মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের জয়ে বাংলাদেশ পেয়েছে সুপার ফোরের টিকিট। সেদিন শ্রীলঙ্কা ছিল বাংলাদেশের ‘বন্ধু’। কিন্তু আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা আবার প্রতিপক্ষ।
বাংলাদেশের বড় দুর্বলতা পঞ্চম বোলার। আফগানিস্তানের বিপক্ষে সাইফ হাসান ও শামীম হোসেন মিলে মাত্র ৪ ওভারে ৫৫ রান দিয়ে ম্যাচ থেকে দলকে প্রায় ছিটকে দিয়েছিলেন। আজ তাই বোলিং আক্রমণে বৈচিত্র্য ফেরাতে মেহেদী হাসান একাদশে ফিরতে পারেন। উইকেটে স্পিন সহায়তা থাকায় এ পরিবর্তনের সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট অবশ্য বলেন, এখনো একাদশ চূড়ান্ত হয়নি। তবে তাঁর আশা, খেলোয়াড়রা নিজেদের শক্তির দিকগুলো কাজে লাগাতে পারবে।
শ্রীলঙ্কার উদ্বেগ মূলত স্পিন নিয়ে। ফর্মহীন মহীশ তিকশানাকে আগের ম্যাচে বসিয়ে খেলানো হয়েছিল দুনিত ভেল্লালাগেকে। বাবার মৃত্যুর কারণে তিনি দেশে ফেরায় আজ তাঁর খেলা অনিশ্চিত। শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান কান্দাম্বি বলেন, ‘গত কয়েক মাসে আমরা একে অপরের মুখোমুখি অনেকবার হয়েছি। বাংলাদেশের শক্তি-দুর্বলতা জানি। আশা করছি ছেলেরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে।’
টি-টোয়েন্টিতে দুই দল এখন পর্যন্ত খেলেছে ২১ ম্যাচ। বাংলাদেশ জিতেছে মাত্র ৮টিতে। তবে শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পাওয়া আত্মবিশ্বাস দেবে লিটন দাসের দলকে। যদিও এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশকে সহজেই হারিয়েছে শ্রীলঙ্কা।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে প্রথম ১০ ওভারেই ৮৭ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত থেমেছে ১৫৪ রানে। টপ অর্ডারের দারুণ সূচনা ব্যর্থ হয়েছিল মিডল অর্ডারে। আজ সেই দুর্বলতাও কাটিয়ে উঠতে হবে।
সুপার ফোরে চার দলের মধ্যে ফাইনালে যাবে শীর্ষ দুই দল। তাই প্রতিটি ম্যাচেই শুধু জয় নয়, নেট রান রেটও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাংলাদেশের জন্য তাই আজকের ম্যাচে জয়ের সঙ্গে বাড়তি কিছু অর্জন করাটাও সমান জরুরি।
