ছবি: সংগৃহীত।
সর্বশেষ ১১ ম্যাচের ১০টিতেই হার- এমন বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ওয়ানডে দল। একসময় যে ফরম্যাটে সবচেয়ে ধারাবাহিক ছিল, সেই ওয়ানডেতেই এখন দলটি সবচেয়ে দুর্বল অবস্থানে। ধারাবাহিক ব্যর্থতার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও - ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে বাংলাদেশ এখন ১০ নম্বরে।
এই অবস্থায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিয়েও দেখা দিয়েছে বড় শঙ্কা। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা নয় দলের মধ্যে থাকতে হবে সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে। যদি সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা তখন সেরা আটের বাইরে চলে যায়, তবে বাংলাদেশকে থাকতে হবে সেরা আটে। না হলে খেলতে হবে বাছাইপর্বে।
তবে ঠিক কত ম্যাচ জিততে হবে, কিংবা কত হারলে বাছাইপর্বে নামতে হবে - সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামী দেড় বছরে বাংলাদেশ আটটি সিরিজে মোট ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে, যা এই পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার বড় সুযোগ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
সামনে ব্যস্ত সূচি
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের, ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। আফগানিস্তানের কাছে ধবলধোলাই হলেও, ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে নয় নম্বরে উঠে আসবে।
চার বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের পর মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিরতি শেষে আবার ওয়ানডেতে ফিরবে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ধারাবাহিকভাবে খেলবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রতিটি সিরিজ তিন ম্যাচের হবে।
ঘরের মাঠে সিরিজগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তান (মার্চ-এপ্রিল), নিউজিল্যান্ড (এপ্রিল), অস্ট্রেলিয়া (জুন) ও ভারতের (সেপ্টেম্বর) বিপক্ষে। আর বিদেশের মাটিতে খেলবে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
সামনে বাংলাদেশের ওয়ানডে সূচি
সময় প্রতিপক্ষ ম্যাচ সংখ্যা ভেন্যু
অক্টোবর ২০২৫ ওয়েস্ট ইন্ডিজ ৩ বাংলাদেশ
মার্চ–এপ্রিল ২০২৬ পাকিস্তান ৩ বাংলাদেশ
এপ্রিল ২০২৬ নিউজিল্যান্ড ৩ বাংলাদেশ
জুন ২০২৬ অস্ট্রেলিয়া ৩ বাংলাদেশ
জুলাই ২০২৬ জিম্বাবুয়ে ৩ বিদেশে
আগস্ট ২০২৬ আয়ারল্যান্ড ৩ বিদেশে
সেপ্টেম্বর ২০২৬ ভারত ৩ বাংলাদেশ
নভেম্বর ২০২৬ দক্ষিণ আফ্রিকা ৩ বিদেশে
২০২৬ সালের নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ২০২৭ সালের মার্চ পর্যন্ত আর কোনো ওয়ানডে সিরিজ নেই বাংলাদেশের। তবে বিসিবির সূত্র জানিয়েছে, ওই সময়ের মধ্যে অতিরিক্ত একটি বা দুটি সিরিজ আয়োজনের চেষ্টা চলছে।
দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে ২০২৭ সালের মার্চে বাংলাদেশের অবস্থান কোথায় থাকবে - তা সময়ই বলে দেবে। তবে এখনই পরিষ্কার, সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে হলে টিম টাইগার্সকে জিততেই হবে ধারাবাহিকভাবে।
