https://www.emjanews.com/

10633

sylhet

প্রকাশিত

১৮ অক্টোবর ২০২৫ ১৭:৩১

আপডেট

১৮ অক্টোবর ২০২৫ ১৭:৩৯

সিলেট

শাহজালালে অগ্নিকাণ্ডে সৌদির বিমান ঢাকার বদলে সিলেটে অবতরণ

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ ১৭:৩১

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত হওয়ায় সৌদি আরবের রিয়াদ থেকে আসা একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টা ৩১ মিনিটে ৩৯৬ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের কারণে ঢাকাগামী ফ্লাইটটি বিকল্প হিসেবে সিলেটে নামানো হয়। বিকাল ৫টা পর্যন্ত ঢাকার বদলে সিলেটে অন্য কোনো ফ্লাইট অবতরণের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, আগুন লাগার পর সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুদ ছিল। অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের অভ্যন্তরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।