ছবি: ইমজা নিউজ
রাজকীয় সমাগমের মাঝেই সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থিতার প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটির দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার (২২ অক্টোবর) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তিনি।
আরিফুল হক চৌধুরীর এই তাৎপর্যপূর্ণ ঘোষণার সাক্ষী হতে হাজার হাজার মানুষ জড়ো হন হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে। এরপর সংক্ষিপ্ত পদযাত্রার মাধ্যমে নিজ নগরের মানুষকে নতুন পরিচয়ে সালাম ও অভিবাদন জানান তিনি।

এ জনসমাগমে রাজনৈতিক কর্মীর চেয়ে সাধারণ নগরবাসীর উপস্থিতিই ছিল বেশি।
প্রচারণা শুরুর পর হযরত শাহজালাল (রহ.) এর মাজারের সিঁড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি জানান, দলের অনুমতি পাওয়ার পর আজ বুধবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন সিলেট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে।
সিলেট নগরবাসী ও সদর উপজেলার জনগণের কাছে অতীতের মতো আগামী দিনগুলোতেও যেন তার পাশে থেকে সহযোগিতা করেন, সে আহবান জানান তিনি।
