https://www.emjanews.com/

11004

sylhet

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৫ ০০:৩৫

সিলেট

কানাইঘাটের সড়কের বাজারে যুবকের উপর নৃশংস হামলা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ ০০:৩৫

ছবি: ইমজা নিউজ

সিলেটের কানাইঘাটে চাচাতো ভাইদের দা’র কোপে আবুল হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে কানাইঘাট সড়কের বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাজির গ্রামের হুছন ও ইউনুছ নামের দুই ভাই তাদের চাচাতো ভাই আবুল হোসেনের ওপর সড়কের বাজারে প্রকাশ্যে দা নিয়ে হামলা চালায়। প্রথমে রাস্তার ওপর থেকে ধাওয়া করে আবুল হোসেনকে স্থানীয় আওয়ামী লীগ নেতা কয়সর মেম্বারের মালিকানাধীন নিউ পানসী রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যায়। সেখানে তারা উপর্যুপরি কোপাতে থাকে, এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে কানাইঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”