https://www.emjanews.com/

11017

sylhet

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৫ ১৯:০০

আপডেট

৩১ অক্টোবর ২০২৫ ২০:৪১

সিলেট

আ’ত্মঘাতী নাকি হ’ত্যার শি’কার সিলেটের আওয়ামী লীগ নেতা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:০০

ছবি: আবদুর রাজ্জাক

সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মরদেহ। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো ছাদে হাঁটতে যান রাজ্জাক। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, এটি এখনো নিশ্চিত নয়। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

তিনি আরও জানান, রাত থেকে সকাল পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, এ সময়ের মধ্যে বাসায় কোনো বহিরাগত প্রবেশ করেননি। ফলে ঘটনাটি নিয়ে রহস্য আরও গভীর হয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত চার-পাঁচ মাস ধরে রাজ্জাক মানসিক অস্থিরতায় ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। তবে তিনি কখনও পরিবারকে জানাননি, কেন তিনি এমন অবস্থায় ভুগছেন।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা এ মৃত্যুকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।