https://www.emjanews.com/

11034

sylhet

প্রকাশিত

০১ নভেম্বর ২০২৫ ১২:৫৮

আপডেট

০১ নভেম্বর ২০২৫ ১৬:৪৩

সিলেট

দয়ামীরে সড়কে প্রান গেল বাবা মেয়ের

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ ১২:৫৮

ছবি: ইমজা নিউজ

সিলেটে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়েসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৪ জন।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগরের দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতরা হলেন প্রাইভেট কারচালক হারুন মিয়া ও তার মেয়ে আনিছা বেগম (১০)। তারা ওসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের বাসিন্দা।

ছবি: আচমকা অভারটেক করতে গিয়ে প্রাইভেটকারকে চাপা দেয় হবিগঞ্জ এক্সপ্রেস।

দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) এবং সফিক মিয়ার মেয়ে মুন্নি আক্তার (২৩)। স্থানীয়দের সহায়তায় আহত চারজনকেই পুলিশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, সিলেটগামী প্রাইভেট কারটি দয়ামীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক হারুন মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তার মেয়ে আনিছা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে পুলিশ।