https://www.emjanews.com/

11923

sylhet

প্রকাশিত

০৪ ডিসেম্বর ২০২৫ ১১:৫৯

সিলেট

সিলেটে পুলিশের বিশেষ অভিযান : আ ট ক ১৪

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ ১১:৫৯

সিলেট মহানগরীতে পুলিশের তিনটি পৃথক অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে জুয়ার অভিযোগে ১২ জনকে এবং ভারতীয় কমলা–বাহী একটি ট্রাকসহ আরও ২ জনকে আটক করা হয়। পুলিশ বলছে, এসব ঘটনায় জব্দ হওয়া সামগ্রী ও ট্রাক আদালতে উপস্থাপনসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন শামীমাবাদ এলাকার মনিকা সিনেমা হলের বিপরীতে সড়কের ওপর প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে আট জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর আলম (২৩), সিলেট জেলার কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে, বশির আহমদ (৩৮), হবিগঞ্জ জেলার লাখাই থানার সিংহগ্রামের আরজু মিয়ার ছেলে, বর্তমানে সিলেটের শামীমাবাদ এলাকায় বসবাস করছেন, ফারুক আহমদ (২৯), সুনামগঞ্জ জেলার সদর থানার আমপাড়া এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে, বর্তমানে কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকায় বসবাস করছেন, আহমদ আলী (৩২), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মানিকপুর এলাকার মৃত ছায়েদ আলীর ছেলে, বর্তমানে সিলেটের কোতোয়ালী থানাধীন মজুমদারপাড়ায় বসবাস করছেন,  ফয়েজ আলম রাজ (৩২), সিলেট জেলার কোতোয়ালী থানার পশ্চিম কাজলশাহ এলাকার আব্দুল আহাদের ছেলে, আক্তার হোসেন (৩৮), সুনামগঞ্জ জেলার ছাতক থানার হায়দরপুর ভাতগাঁও এলাকার মৃত তফজ্জুল আলীর ছেলে, বর্তমানে কোতোয়ালী থানার মজুমদারপাড়ায় বসবাস করছেন, আল আমিন (৩৮), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকার খয়রুল্লাহর ছেলে, বর্তমানে সিলেটের শামীমাবাদ এলাকায় বসবাস করছেন, এবং আব্দুল বাছিত (২৫), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার আমবাড়ী এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে, বর্তমানে সিলেটের নবাব রোড এলাকায় বসবাস করছেন। পুলিশ বলছে, তাঁদের এসএমপি অ্যাক্ট ২০০৯ অনুযায়ী আটক করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এদিকে, ২ ডিসেম্বর রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত লাক্কাতুরা এলাকা থেকে আরও চার জনকে জুয়ার অভিযোগে আটক করে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল। আটক ব্যক্তিরা হলেন, সজিব খান (২২), নেত্রকোণা জেলার আটপাড়া থানার লক্ষিপুর এলাকার মৃত মানিক মিয়ার ছেলে, বর্তমানে সিলেটের ফাজিলচিস্থ এলাকায় বসবাস করছেন, আলমগীর হোসেন (২৪), নেত্রকোণা জেলার বারহাট্টা থানার দশদার গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে, বর্তমানে সিলেটের লোহারপাড়া এলাকায় বসবাস করছেন, আটককৃত টিপু সুলতান (৩০), সিলেট জেলার এয়ারপোর্ট থানার লাক্কাতুরা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে, এবং মিলন দাশ (৫৮), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা বাজার এলাকার মৃত পন্ডিব দাশের ছেলে, বর্তমানে কোতোয়ালী থানার বাতালীয়া এলাকায় বসবাস করছেন। পুলিশ বলছে, তাঁদের বিরুদ্ধে নেয়া ব্যবস্থা আদালতে উপস্থাপন করা হয়েছে।

অপরদিকে, ২ ডিসেম্বর দুপুরে শাহপরান (রহ.) থানার একটি চেকপোস্টে ভারতীয় কমলা বহনকারী একটি ট্রাকসহ দুই জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, জাকির হোসেন (২৬), শরীয়তপুর জেলার জাজিরা থানার উত্তর খোসা সিকদার কান্দি এলাকার আলী আকবর মোল্লার ছেলে, এবং জুনায়েদ (১৮), মাদারীপুর জেলার শিবচর থানার রাম রায়ের কান্দি এলাকার বারেক ধরানীর ছেলে। পুলিশ বলছে, ট্রাকটি এবং মোট ১৬০ ক্যারেট ভারতীয় কমলা জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ ছিয়াত্তর হাজার টাকা। সংশ্লিষ্ট আইনে মামলা নিয়ে মালামাল ও আটক ব্যক্তিদের আদালতে উপস্থাপন করা হয়েছে।