ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের স্থগিত থাকা আসনগুলোর মধ্যে ৩৬ টি আসনে মনোনয়ন ঘোষনা করেন।
৩৬ টি আসনের মধ্যে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে স্থগিত থাকা ৪ টি আসনে মনোনয়ন ঘোষনা করেছে দলটি।
স্থগিত থাকা আসনগুলোর মধ্যে সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম এবং হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার নাম ঘোষনা করা হয়।
