https://www.emjanews.com/

12703

sylhet

প্রকাশিত

০১ জানুয়ারী ২০২৬ ১৪:৫৭

আপডেট

০১ জানুয়ারী ২০২৬ ১৫:০৮

সিলেট

সিলেটে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই

প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬ ১৪:৫৭

নতুন বছরের শুরুতেই নতুন বইয়ের ঘ্রাণে মুখর হয়ে উঠেছে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে উচ্ছ্বসিত দেখা যায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের। কেউ আগ্রহভরে পাতা উল্টে দেখছে, কেউ আবার রঙিন মলাটের বই বুকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করছে।

সকাল থেকেই সিলেট নগরসহ বিভিন্ন উপজেলায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে নতুন শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন শিক্ষকরা। কোথাও কোথাও শিক্ষার্থীদের ফলাফল যাচাই শেষে বই বিতরণ করা হয়।

শিক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর কেন্দ্রীয়ভাবে বই উৎসব আয়োজন করা হয়নি। তবে ১ জানুয়ারি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়ন হচ্ছে। সিলেট বিভাগের চার জেলার প্রাথমিক পর্যায়ের প্রায় ১৬ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর জন্য মোট ৫৮ লাখ ৮৫ হাজার ২৩টি বই বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরে রয়েছে ২ লাখ ২৫ হাজার শিক্ষার্থী, প্রথম শ্রেণিতে ২ লাখ ৯৯ হাজার, দ্বিতীয় শ্রেণিতে ২ লাখ ৯০ হাজার, তৃতীয় শ্রেণিতে ২ লাখ ৭০ হাজার, চতুর্থ শ্রেণিতে ২ লাখ ৮০ হাজার এবং পঞ্চম শ্রেণিতে ২ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক আবু সায়ীদ মো. আব্দুল ওয়াদুদ জানান, এ বছর আনুষ্ঠানিকভাবে কোনো বই উৎসব আয়োজন করা হয়নি। তবে নির্ধারিত সময় অনুযায়ী নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে।

জানা গেছে, সিলেট বিভাগের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত সব বই ইতোমধ্যে উপজেলাগুলোতে পৌঁছে গেছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫৮ লাখ ১২ হাজার ২৪৪টি এবং ইংরেজি ভার্সনের প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৭২ হাজার ৭৭৯টি বই রয়েছে।

তবে মাধ্যমিক, মাদ্রাসা ও ভোকেশনাল স্তরে বই সরবরাহ এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, এ স্তরে মোট চাহিদা রয়েছে ১ কোটি ৩২ লাখ ২৬ হাজার ৮১৯টি বইয়ের। এর বিপরীতে এ পর্যন্ত সরবরাহ হয়েছে ৯৬ লাখ ৮৫ হাজার ১১৬টি বই। ফলে প্রায় ৩১ শতাংশ বই এখনও পৌঁছায়নি শিক্ষাপ্রতিষ্ঠানে।

এর মধ্যে মাধ্যমিক স্তরের জন্য চাহিদা ছিল ৮৫ লাখ ৬৪ হাজার ১৬৭টি বই, সরবরাহ হয়েছে ৫৪ লাখ ৯৬ হাজার ১০৯টি। মাদ্রাসা পর্যায়ে ৪৪ লাখ ৩২ হাজার ৪৭০টি বইয়ের বিপরীতে পৌঁছেছে ৪০ লাখ ৪০ হাজার ৭১৯টি। আর ভোকেশনাল পর্যায়ে চাহিদা থাকা ২ লাখ ৩০ হাজার ১৮২টি বইয়ের মধ্যে সরবরাহ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৯৮টি।