সিকৃবিতে ওবিই ভিত্তিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু
প্রকাশ: ০৪ মে ২০২৫ ১৮:৫১

ইএন রিপোর্ট।। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে চার দিনব্যাপী "ফলাফল ভিত্তিক শিক্ষার (ওবিই) গুণগত মানোন্নয়ন ও মূল্যায়ন" শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রবিবার (৪ মে) প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন এবং সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।
প্রধান অতিথি ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) বাস্তবায়নে প্রশিক্ষণের বিকল্প নেই। টারশিয়ারি এডুকেশনে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের মাধ্যমে অর্জিত জ্ঞান ধারণ, লালন ও বিতরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। বিশ্বায়নের এই যুগে এককভাবে কাজ করার সুযোগ নেই; বিশ্বমানের গুণসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।”
প্রশিক্ষণ কর্মসূচিতে ওবিই বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, “ফলাফল ভিত্তিক শিক্ষা (OBE) এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের কাছ থেকে কী জ্ঞান এবং দক্ষতা প্রত্যাশিত তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়। শিক্ষা সমাপ্তির পর শিক্ষার্থীদের কী জানা উচিত এবং কী করতে সক্ষম হওয়া উচিত -তার ওপর গুরুত্ব দেওয়া হয়।”
চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ২০০ জনের অধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
ইএন/এআর