জাতিসংঘে বাংলা ভাষার পূর্ণাঙ্গ স্বীকৃতির দাবিতে বার্মিংহামে কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৪ মে ২০২৫ ১১:২৫

ছবি: ইমজা নিউজ
ইএন রিপোর্ট: জাতিসংঘে বাংলা ভাষার পূর্ণাঙ্গ স্বীকৃতির দাবিতে ‘অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ইউনাইটেড নেশনস’এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা ২০০৬ সাল থেকে শুরু হওয়া জাতিসংঘে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে সংগঠনের দীর্ঘ প্রচারণা ও অবদানের বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, বাংলা বর্তমানে জাতিসংঘে একটি অদাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত; কিন্তু পূর্ণ দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পেতে হলে বাংলাদেশ সরকারের জোরালো ভূমিকা ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত কূটনৈতিক প্রচার প্রয়োজন।
বার্মিংহামের ভিক্টোরিয়া রোডের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি কে. এম. আবু তাহের চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী।
শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. তোজাম্মেল টনি হক এমবিই-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। একইসাথে সংগঠনের প্রয়াত কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব নাসির আহমদ, মিয়া মনিরুল আলম, হাজী মোহাম্মদ তাহির আলী, আলহাজ্ব জিল্লুল হক ও আবরুছ মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, তোফাজ্জল হোসেন চৌধুরী-কে সংগঠনের প্রেসিডেন্ট এবং ফয়জুর রহমান চৌধুরী-কে সেক্রেটারি জেনারেল হিসেবে ঘোষণা করা হয়। সাবেক কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা আগের পদে বহাল থাকবেন।
এছাড়াও কার্যকরী কমিটিতে নতুন সদস্য হিসেবে যুক্ত করা হয় ডা. আব্দুল খালিক, এমদাদ হোসেন, মোহাম্মদ মারুফ, জয়নাল ইসলাম এবং রুহুল আমিন রুহেলকে।
পরদিন, ২১ মে কার্ডিফ শহরে সংগঠনের সাউথ ওয়েলস আঞ্চলিক কমিটির এক সভায় বিশিষ্ট সাংবাদিক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান সম্পাদিত ‘জাতিসংঘে বাংলা’ শীর্ষক ১৬৪ পৃষ্ঠার গবেষণামূলক ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় এবং তাকে শুভেচ্ছা জানানো হয়। আগামী ১৪ সেপ্টেম্বর বার্মিংহামে এই ম্যাগাজিনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করেন ওয়েলসের প্রেসিডেন্ট ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ শাফি কাদির।