শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5662

international

প্রকাশিত

২৫ মে ২০২৫ ২১:১৮

আন্তর্জাতিক

ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো: প্যালেস্টাইন ক্যাম্পেইন

প্রকাশ: ২৫ মে ২০২৫ ২১:১৮

ইএন ডেস্ক।। ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রেখেছে। জাতিসংঘ জানিয়েছে যে অবিলম্বে সাহায্য না পৌঁছালে ১৪,০০০ শিশু মারা যেতে পারে। এদিকে, যুক্তরাজ্য সরকার ইসরায়েলে অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে।

শুক্রবার (২৩ মে) ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে প্যালেস্টাইন ক্যাম্পেইন গ্রুপ কর্তৃক আয়োজিত জরুরি বিক্ষোভে যুক্তরাজ্য সরকারকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যায় জড়িত থাকার অবসান ঘটাতে এবং ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাজ্য সরকারের নেওয়া পদক্ষেপগুলি অত্যন্ত অপর্যাপ্ত এবং গাজায় ইসরায়েলের গণহত্যায় ব্রিটেনের জড়িত থাকার জন্য কাজ করবে। এখনই ইসরায়েলের উপর একটি ব্যাপক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েলের অবরোধকে "অসহনীয়" বলে বর্ণনা করেছেন, বলেছেন যে এটি "নৈতিকভাবে ভুল, অযৌক্তিক" এবং "বন্ধ করা প্রয়োজন"। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করার ইসরায়েলের পরিকল্পনাকে "বিদ্বেষমূলক" এবং "ভয়াবহ" বলে বর্ণনা করেছেন।

সরকার গাজায় গণহত্যা চালানোর জন্য এবং অবরোধ আরোপের জন্য ইসরায়েল কর্তৃক ব্যবহৃত অস্ত্র ও সামরিক প্রযুক্তি রপ্তানি অব্যাহত রেখেছে, যার মধ্যে রয়েছে ২০০০ পাউন্ড বোমা ফেলার জন্য ব্যবহৃত ইসরায়েলের যুদ্ধবিমানের যন্ত্রাংশ।

বিক্ষোভে উপস্থিত শত শত বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন 'বাঙালিরা প্যালেস্টাইনের জন্য'-র সদস্যরা, যাদের মধ্যে ছিলেন রাজনুদ্দিন জালাল, আকিকুর রহমান, নূরউদ্দিন আহমেদ, তৈমুস আলী, আনসার আহমেদ উল্লাহ, ⁠⁠জয়নাল আহমেদ, শফিক আহমেদ, আহমেদ ফকর কামাল, ⁠সয়ফুল আলম, এম. এল. মিয়া, মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি, জামিল ইকবাল এবং সুন্দর মিয়া।

এ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে তারা ইসরায়েলের সাথে সমস্ত অস্ত্র ব্যবসা এবং সামরিক সহযোগিতা বন্ধ করার জন্য সামরিক নিষেধাজ্ঞা, ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্য আলোচনা বন্ধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহায়তা করে এমন সমস্ত বাণিজ্যের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং বেঞ্জামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি সরকারের সকল মন্ত্রীর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।

ইএন/এআর।