https://www.emjanews.com/

5929

international

প্রকাশিত

০৩ জুন ২০২৫ ১১:৪২

আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়া

যুদ্ধবিরতির প্রচেষ্টায় রুশ ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

প্রকাশ: ০৩ জুন ২০২৫ ১১:৪২

ফাইল ছবি

ইএন ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ নিতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, তিনি উভয় দেশের নেতাদের সঙ্গে তুরস্কে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত।

গতকাল সোমবার ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। এরপরই ট্রাম্প তার আগ্রহের কথা জানান।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চলতি মাসের শেষ দিকে ইস্তাম্বুল অথবা আঙ্কারায় তৃতীয় দফার একটি উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবিত বৈঠকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

যদিও এখন পর্যন্ত পুতিন এ ধরনের বৈঠকে অংশগ্রহণের বিষয়ে সম্মতি জানাননি, জেলেনস্কি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তবে ইস্তাম্বুলের বৈঠকে উভয় পক্ষ একটি বড় পরিসরের বন্দিবিনিময়ে সম্মত হয়েছে, যা শান্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।