
ছবি- সংগ্রহ
ইএন ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডন সফরকালে একান্ত বৈঠকের অনুরোধ জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান রবিবার (৮ জুন) জানিয়েছে, এক চিঠির মাধ্যমে এই অনুরোধ জানিয়েছেন লেবার পার্টির প্রভাবশালী এই রাজনীতিক।
চিঠিতে টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ তদন্ত ও অভিযোগ নিয়ে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তা দূর করতেই তিনি ড. ইউনূসের সঙ্গে আলোচনায় আগ্রহী।
তিনি আরও বলেন, ‘লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয়, তবে আমার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে যে কিছু প্রশ্ন উঠে আসছে, তার ব্যাখ্যা দেওয়ার সুযোগ পাবো।’
টিউলিপ সিদ্দিক, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, বলেন, তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং গত এক দশক ধরে লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এমপি। তিনি দাবি করেন, বাংলাদেশে তার কোনও ব্যবসায়িক স্বার্থ নেই এবং তিনি সেখানকার স্থায়ী বাসিন্দাও নন।
তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। টিউলিপ ও তার আইনি দল বলেন, ঢাকার একটি অজানা ঠিকানায় নথিপত্র পাঠানো হলেও, দুদক তাদের সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ করেনি। তদুপরি, তদন্ত সম্পর্কিত তথ্য ধারাবাহিকভাবে সংবাদমাধ্যমে ফাঁস করা হচ্ছে।
চিঠিতে টিউলিপ আরও বলেন, ‘আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, এসব অভিযোগ কীভাবে আমার সংসদীয় দায়িত্ব ও দেশের প্রতি দায়বদ্ধতাকে প্রশ্নের মুখে ফেলছে।’
প্রসঙ্গত, গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনেস তাকে অভিযোগ থেকে নির্দোষ ঘোষণা করলেও, তিনি নিজের রাজনৈতিক দলের ভাবমূর্তির কথা ভেবে পদত্যাগ করেন।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন। সফরকালে ব্রিটিশ রাজপরিবারের আয়োজনে তাকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হবে। এছাড়া আন্তর্জাতিক থিংক ট্যাংক চ্যাথাম হাউজ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার বৈঠকের সময়সূচি রয়েছে।