লন্ডন
ইউনুস-তারেক বৈঠক ১৩ জুন
আগামী নির্বাচন নিয়ে আলোচনার সিদ্ধান্ত
প্রকাশ: ১০ জুন ২০২৫ ১১:৪৪
                                                            ছবি- সংগ্রহ
ইএন রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী ১৩ জুন লন্ডনে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সূত্র জানায়, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সোমবার রাতের ভার্চুয়াল বৈঠকে তারেক রহমান নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে ১৩ জুন সকালে বৈঠকের সময়সূচি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, দেশের রাজনৈতিক অচলাবস্থা, এবং দলগুলোর মধ্যে সম্ভাব্য সমঝোতা কিংবা কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
তবে এখন পর্যন্ত সরকার বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
এদিকে বৈঠক সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক তথ্য না পাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। সংগঠনটির সিনিয়র যুগ্ম মহাসচিব পারভেজ মল্লিক বলেন, “বৈঠক বিষয়ে যা কিছু জানি, সবই মিডিয়ার সূত্র থেকে। আমাদের কাছে সরকার বা উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।”
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
                        
                        