
ছবি: সংগ্রহ
ইএন ডেস্ক: পরনে শুধু এক টুকরো হাফপ্যান্ট, মাথা ছাড়া পুরো শরীর এক মিটার বরফে ঢাকা-এটাই ছিল ইলিয়াস মায়ারের চ্যালেঞ্জ। এবং তিনি পেরেছেন। সুইজারল্যান্ডের হিমপ্রান্তরে, মাইনাসের কাছাকাছি তাপমাত্রায়, কাঁপানো বাতাস আর সাদা বরফের পাহাড়ের মাঝে ২ ঘণ্টা ৭ সেকেন্ড ধরে নগ্ন শরীর নিয়ে বরফের নিচে থেকে গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
পেশাদার ভারোত্তোলক ইলিয়াস জানতেন, কেউ এর আগে ২ ঘণ্টা বরফে টিকে থাকতে পারেননি। আগের রেকর্ড ছিল পোল্যান্ডের ভালেরিয়ান রোমানোভস্কির—১ ঘণ্টা ৪৫ মিনিট ২ সেকেন্ড। ইলিয়াস সেটা শুধু ভাঙলেন না, ভাঙলেন সীমানার ধারণাকেও।
ইলিয়াস প্রথমে বরফের ওপর শুয়ে পড়েন। বেলচায় করে তার ওপর একে একে ঢালা হয় তুষার। একটু একটু করে গা ঢাকা পড়ে যায়। শেষে এক মিটার বরফে ডুবে থাকে তাঁর পুরো শরীর, শুধু বেরিয়ে থাকে মুখের একটা অংশ আর বরফে জমে যাওয়া গোঁফ।
ঠান্ডার তীব্রতায় ছিল হাইপোথারমিয়ার বড় ঝুঁকি। তাই আশপাশে ছিল বিশেষ চিকিৎসা দল। কিন্তু ইলিয়াস ছিলেন শান্ত। চোখ বন্ধ, নিঃশ্বাস ধীর। শরীর ব্যথায় কঁকিয়ে উঠলেও মন অবিচল।
তিনি পরে ইনস্টাগ্রামে লেখেন, ‘ভারী বরফে কাঁধ আর কনুই ব্যথা করছিল। মনে হচ্ছিল পিঠে ধারালো বরফ বিঁধে আছে। কিন্তু কৃতজ্ঞতা আর ধৈর্যই ছিল আমার একমাত্র সঙ্গী।’
ইলিয়াসের এই দুঃসাহসী পদক্ষেপ শুধু এক রেকর্ড নয়, এক বার্তাও-মানবদেহ কত অসাধারণ, তার সীমা আমরা নিজেরাই নির্ধারণ করি।
এখনও থামতে চান না তিনি। ইলিয়াস বলছেন, ‘এটা তো শুরু মাত্র, আমি আরও বড় কিছু করতে চলেছি।’