
সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে অপহরণের ৪০ দিন পর এক কিশোরী (১৫)কে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণ মামলার দুই আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।
উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর সার্বিক দিক-নির্দেশনায় ও শাহপরাণ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) খোরশেদ আলম মজুমদার এবং সঙ্গীয় ফোর্স ২৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১টার দিকে সিলেটের সুরমা বাইপাস এলাকা থেকে অভিযুক্ত তোফায়েল আহমদ (২৬) কে গ্রেফতার করেন।
পরে একইদিন ভোর ৫টা ১০ মিনিটে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার পানিধার এলাকা থেকে বড়লেখা থানা পুলিশের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করা হয় এবং দ্বিতীয় অভিযুক্ত মোঃ তুহিন আহমদ (২৫) কে গ্রেফতার করা হয়।
এর আগে গত ১৪ মে ২০২৫ তারিখে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে স্কুলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শাহপরাণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৩০ ধারায় মামলা (নম্বর-১৮, তারিখ-২৪/০৫/২৫) দায়ের করেন।
গ্রেফতারকৃত দুই আসামি হচ্ছেন—মোঃ তুহিন আহমদ (২৫) ও তোফায়েল আহমদ (২৬)। তারা দুজনেই মৃত আব্দুল কাইয়ুম ও মিলন আক্তারের পুত্র এবং সিলেটের শাহপরাণ থানাধীন বাহুবল গুচ্ছগ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপহরণ সংক্রান্ত মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।