শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

6865

sylhet

প্রকাশিত

০৩ জুলাই ২০২৫ ২২:৪০

সিলেট

ছাতক

গতবারের দ্বিগুণ ভূমি উন্নয়ন কর আদায়

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ ২২:৪০

ছবি: সংগ্রহ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ভূমি অফিস ২০২৪-২৫ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়ে দ্বিগুণেরও বেশি অর্জন করে জেলা মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছিরের নেতৃত্বে ছাতক উপজেলা ভূমি অফিস গত বছরের তুলনায় প্রায় ৫০ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে।

ছাতক উপজেলা ভূমি অফিসের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থ বছরে সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছিল ১ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩৩৫ টাকা, যেখানে ২০২৪-২৫ অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৬২৮ টাকা। অর্থাৎ, এক বছরে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৫০ লাখ টাকা।

বেশি গুরুত্বের বিষয় হল, ২০২৪-২৫ অর্থ বছরে ভূমি উন্নয়ন করের আদায়ের হার হয়েছে ১০২.৭৮ শতাংশ, যা নির্দেশ করে আদায় লক্ষ্যমাত্রার থেকেও বেশি হয়েছে। সাধারণ ও আর সংস্থার ভূমি উন্নয়ন কর মিলিয়ে ছাতক উপজেলার সমন্বিত রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ৫০ লাখ ১২ হাজার ৯৫৮ টাকা, যা জেলার অন্যান্য উপজেলার মধ্যে সর্বোচ্চ।

দ্বিতীয় স্থানে রয়েছে জগন্নাথপুর উপজেলা, যেখানে সমন্বিত ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ১৯ হাজার ৭১০ টাকা।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির জানান, ‘সুনামগঞ্জ জেলা প্রশাসকের দিক নির্দেশনা এবং উপজেলা নির্বাহী অফিসার ছাতকের তত্ত্বাবধানে আমরা শতভাগেরও বেশি ভূমি উন্নয়ন কর আদায় করতে পেরেছি। এ সাফল্যে উপজেলা সচেতন ও সম্মানিত নাগরিক এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

ছাতক উপজেলা ভূমি অফিসের এই সাফল্যের পেছনে রয়েছে জনসেবায় তাদের নিষ্ঠা এবং সততা। সাধারণ জনগণকে তিন হাসিমুখে সেবা প্রদানে তারা মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করছেন। এর ফলে জনভোগান্তি কমেছে, সরকারি রাজস্ব বৃদ্ধি পেয়েছে এবং সেবা মান উন্নত হয়েছে।

মোঃ আবু নাছির আরও জানান, ‘ভূমি উন্নয়ন কর পরিশোধের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আমরা নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। আশা করি, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং রাজস্ব আদায়ে আরও সাফল্য অর্জন করা সম্ভব হবে।’