শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

6933

sylhet

প্রকাশিত

০৫ জুলাই ২০২৫ ২১:০৬

আপডেট

০৫ জুলাই ২০২৫ ২১:০৯

সিলেট

'একুশের দর্শক ফোরামকে ঢেলে সাজানো হবে'

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ ২১:০৬

ছবি: সংগ্রহ

আবারো সারা দেশে একুশে টেলিভিশনের দর্শক ফোরামকে ঢেলে সাজানো হবে। মাসে একদিন দর্শক ফোরামের আলাধা অনুষ্ঠান থাকবে সেখানে দর্শকরা তাদের কথা বলবেন। আর একুশ তার দর্শকদের চাহিদা পুরণে কাজ করবে।

মৌলভীবাজারে একুশের ১৫ দিন ব্যাপী রজত জয়ন্তী উৎসবের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুন উর রশিদ একথা বলেন। 

একুশের রজত জয়ন্তী উৎসব উপলক্ষ্যে মৌলভীবাজারে ১৫দিন ব্যাপী উৎসবে আয়োজন করা হয়েছিল। যেখানে ছিল বই বিতরণ, স্বাস্থ্য সচেতনতামুলক ক্যাম্পেইন, কাঠি নৃত্য, ঝুমুর নৃত্য, মুন্ডা, গঞ্জু, সাঁওতাল, কড়া সম্প্রদায়ের নৃত্য, ভক্ত নাচ, গারো নৃত্য, মনিপুরি নৃত্য, খাসিয়াদের পানগুছি প্রতিযোগিতা, মেয়েদের সাইকেল রেইস, মেয়েদের হাডুডুডু প্রতিযোগীতা, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো, আবৃত্তি ও নিউজ পড়া প্রতিযোগিতাসহ ২০টিরও বেশি অনুষ্ঠান। আর এতে দেড়শও বেশি প্রতিযোগী অংশ নেন। 

বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানমালার দেড়শতাধিক প্রতিযোগির মধ্যে পুরস্কার ও সনদ তুলেদেন একুশে টেলিভিশন এর নির্বাহী সম্পাদক হারুন উর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হারুন উর রশিদ আরো বলেন, একুশে টেলিভিশন সারাদেশেই রজত জয়ন্তী উৎসব পালন করেছে। এর মধ্যে মৌলভীবাজারের অনুষ্ঠানগুলো ছিল ব্যাতিক্রমী।

তিনি বলেন, আবারো একুশে টেলিভিশন দর্শক ফোরামকে সারাদেশে প্রানবন্ত করা হবে।

এ সময় তিনি মৌলভীবাজার জেলার সৌন্দর্য তুলে ধরে বলেন, মৌলভীবাজার জেলার প্রাণ প্রকৃতি বাংলাদেশের সম্পদ। কর্মব্যস্ত মানুষের জীবনের কিছু মুহুর্তের প্রশান্তির জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল অন্যতম স্থান। তাই এই জেলার প্রকৃতিকে ধরে রাখতে হবে। প্রকৃতি যাকে নষ্ট না হয় সেদিকে সংশ্লিষ্ট বিভাগের পাশাপাশি এলাকার মানুষকেও সজাগ থাকতে হবে। 

একুশের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন একুশে দর্শক ফোরাম এর সদস্য রোটারিয়ান সিরাজুল ইসলাম, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপন, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ডা: সত্যকাম চক্রবর্তী, শ্রীমঙ্গল রানার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল হক, পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, অবসর প্রাপ্ত শিক্ষকা লেখক অঞ্জনা ঘোষ, শ্রীমঙ্গল লাউয়াছড়া পুঞ্জির মান্রী ফিলা পতমী, চা জনগোষ্টীর আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক, আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, সমকাল শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, বাংলাটিভির শ্রীমঙ্গল প্রতিনিধি বর্ণ চক্রবর্তী, নিউজ টুডে এর শ্রীমঙ্গল প্রতিনিধি আল ইব্রাহিম, গারো অধিবাসীর নেতা চিত্রশিল্পী সবুজ তজু, খাসি সোশাল কাউন্সিল প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, জয়র্বাতা প্রতিনিধি রাসেল আহমদ, রোটারিয়ান আব্দুল হামিদ, সংগীত প্রশিক্ষক সজল ঘোষ, পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অঞ্জন দেব, মাহমুদা আক্তার, পদ্মা রাণী চৌধুরী, ফাহিমা খান জনি, মন্টি ঘোষ, ফাতেমা আক্তার, স্বপ্না রায়, সামিয়া আক্তার, চম্পা বেগম, নাফিসা তাবাসসুম ফারিয়া ও প্রমা রানী দেবসহ প্রমুখ।

এ সময় একুশের রজত জয়ন্তী উৎসবকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে একুশে দর্শক ফোরাম এর সদস্য অবসর প্রাপ্ত শিক্ষিকা ও লেখিকা অঞ্জনা ঘোষ, রোটারি ক্লাবের সভাপতি মশিউর রহমান রিপন, চা শ্রমিক জনগোষ্টীর সাংস্কৃতিক ব্যাক্তিত্ব পরিমল সিং বাড়াইক ও সাংস্কৃতিক সংগঠক রতন কুর্মীকে একুশে মৌলভীবাজার পরিবারের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে একুশে টেলিভিশন এর নির্বাহী সম্পাদক হারুণ উর রশিদ কে সম্মাননা তুলেদেন ক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একুশের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী বলেন, মৌলভীবাজারের মানুষ একুশে টেলিভিশনকে তাদের মননে লালন করেন। তার প্রমান যখন একুশের উপর দূর্যোগ আসে তখন এলাকার মানুষ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করেছেন। আর একুশের বর্ষপূর্তি অনুষ্ঠানমালার আয়োজন করলে মনের আনন্দে একুশের দর্শক ফোরামের একেকজন একেকটি অনুষ্ঠানের আয়োজন করেন। তাদের এই আন্তরিকতার ফলেই মৌলভীবাজারে একুশের রজত জয়ন্তী উৎসবে ১৫দিন ব্যাপী ২০টিরও বেশি অনুষ্ঠানমালা আয়োজন করা সম্ভব হয়েছে।