শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার সকাল থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

6959

sports

প্রকাশিত

০৬ জুলাই ২০২৫ ১৫:৫৪

আপডেট

০৬ জুলাই ২০২৫ ১৬:০৬

খেলাধুলা

জিএস লিগ

দুবাই ক্যাপিটালস দলে সাকিব আল হাসান

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ ১৫:৫৪

ছবি: জিএসএল

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের চোটে ছিটকে যাওয়ার পর তাঁর জায়গায় সাকিবকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। আজ (শনিবার) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দুবাই ক্যাপিটালস ভারতের জিএমআর গ্রুপের মালিকানাধীন, যারা আইপিএলের দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিরও সহ-মালিক। এই দলেই গত আইপিএলে খেলেছিলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। উল্লেখ্য, দুবাই ক্যাপিটালস সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন।

আগামী মঙ্গলবার জিএসএলের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ লিগের দল সেন্ট্রাল ডিসট্রিকসের বিপক্ষে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস। এ ম্যাচ দিয়েই সাকিবের ফ্র্যাঞ্চাইজিটির হয়ে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে সাকিব ১৬ জুলাই তাঁর পুরোনো বিপিএল দল রংপুর রাইডার্সের বিপক্ষেও মাঠে নামবেন। জানা গেছে, রংপুর রাইডার্সও তাঁকে দলে নিতে আগ্রহী ছিল। তবে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনে সাকিবের সাবেক রাজনৈতিক পরিচয় বিবেচনায় রেখে শেষ পর্যন্ত তাঁকে না নেওয়ার সিদ্ধান্ত নেয় রংপুর ফ্র্যাঞ্চাইজি। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে দুবাই ক্যাপিটালস।

সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারকে পেয়ে দলের শক্তি যেমন বেড়েছে, তেমনি এই টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহও আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।