শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

6965

sports

প্রকাশিত

০৬ জুলাই ২০২৫ ১৯:৩৩

খেলাধুলা

২য় বিভাগ ফুটবল

ফাইনালে শহীদ বাছির অগ্রগামী ক্লাব

শেখঘাট পাইওনিয়ার্সকে ১-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে উত্তরণ।

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ ১৯:৩৩

ছবি: ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ এর পুরস্কার প্রদান।

সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় চলমান 'দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২৪-২০২৫'-এর দ্বিতীয় সেমিফাইনালে শহীদ বাছির অগ্রগামী ক্লাব ১-০ ব্যবধানে শেখঘাট পাইওনিয়ার্স ক্লাবকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে।

রোববার (৬ জুলাই ২০২৫) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা শহীদ বাছির অগ্রগামী ক্লাবের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় কামরান, যিনি ম্যাচসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

খেলা শেষে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ এর পুরস্কার প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক রাফায়াত মালিক রাফি এবং লীগ কমিটির সদস্য রাজা চৌধুরী।

এদিকে, দ্বিতীয় সেমিফাইনালের মাধ্যমে নির্ধারিত হয়েছে এবারের ফাইনাল দুই দল।

আগামী ৮ জুলাই ২০২৫, সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হবে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শহীদ বাছির অগ্রগামী ক্লাব।

সিলেটের ফুটবলপ্রেমীদের জন্য ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা ও উৎসাহ।