শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার সকাল থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

6955

sports

প্রকাশিত

০৬ জুলাই ২০২৫ ১৩:১৩

খেলাধুলা

মেসির জোড়া গোল, দুর্দান্ত জয় ইন্টার মায়ামির

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ ১৩:১৩

ছবি: সংগ্রহ

নিজের সেরা সময়ের মায়াবী ছোঁয়া যেন আবার ফিরিয়ে এনেছেন লিওনেল মেসি। রোববার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তাঁর একটি গোল তো স্মরণ করিয়ে দিয়েছে বার্সেলোনা যুগের সেরা মুহূর্তগুলো।

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে হতাশাজনক বিদায়ের পর কিছুটা চাপে ছিল ইন্টার মায়ামি। ভক্তদের মনে তৈরি হয়েছিল শঙ্কা, এই ব্যর্থতার ছায়া কি এমএলএসেও পড়বে? তবে মেসির জাদুতে সেই শঙ্কা উড়ে গেছে এক ঝটকায়।

ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির জন্য সুখকর ছিল না। মাত্র দ্বিতীয় মিনিটেই প্রিন্স ওয়াসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়ল। তবে দ্রুত ঘুরে দাঁড়ায় মায়ামি। ৩৩ মিনিটে মেসির পাস থেকে বক্সের বাইরে থেকে আলেন্দে দুর্দান্ত শটে গোল করে সমতায় ফেরান দলকে। এরপর ৪০ মিনিটে মন্ট্রিয়লের চার ডিফেন্ডারকে কাটিয়ে অতিমানবীয় এক গোল করেন মেসি, যা মেসিভক্তদের মনে করিয়ে দেয় তাঁর সোনালি অতীত।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ব্যবধান বাড়ায় মায়ামি। একটি গোল করেন তালেসকো সেগোভিয়া, অন্যটি ছিল মেসির দ্বিতীয় গোল।

এই জয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইন্টার মায়ামি। আর মেসি প্রমাণ করলেন ,তিনি এখনো ফুরিয়ে যাননি, বরং জ্বলে উঠতে জানেন ঠিক তখনই, যখন দলকে সবচেয়ে বেশি প্রয়োজন হয়।