
ছবি: মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া পৌঁছেছেন।
বুধবার (৯ জুলাই ২০২৫) সন্ধ্যায় তাকে কুয়ালালামপুর এয়াপোর্টে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান। এসময় তার সঙ্গে ছিলেন, ডেপুটি হাইকমিশনার মোছাম্মদ সাহানারা মনিকা ও দূতালয় প্রধান প্রণব ভট্টাচার্য্য।
হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, এআরএফে যোগ দিতে দুই দিনের সফরে মালয়েশিয়ায় প্যেঁছেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠকে হবে। ১২ জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি প্রকাশ হওয়ার পর দেশি গণমাধ্যমে এ নিয়ে সমালোচনা চলছে। এমন পরিস্থিতির মধ্যে মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা।
মালয়েশিয়া সফরে তৌহিদ হোসেন এআরএফের বৈঠকের ফাঁকে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে পারেন। যদি বৈঠক হয় তাহলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ব্যাপারে আলোচনা করার সুযোগ থাকবে। এর পাশাপাশি আগস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্র উপদেষ্টা এআরএফের বৈঠকে কুয়ালালামপুর সফরে গেলেও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশিদের আটক এবং আগস্টে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা করতে এ সফর গুরুত্বপূর্ণ।