শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7118

surplus

প্রকাশিত

১০ জুলাই ২০২৫ ২০:৩৪

অন্যান্য

লিবিয়ায় জিম্মি থাকা দুই বাংলাদেশীকে উদ্ধার করেছে পিবিআই

প্রকাশ: ১০ জুলাই ২০২৫ ২০:৩৪

ছবি: সংগ্রহ

লিবিয়ায় অপহরণের পর ৪২ দিন জিম্মি থাকা দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রাজধানী ত্রিপোলির জমাজৈতন এলাকার একটি ওয়ার্কশপ থেকে অপহরণের পর তারা নির্যাতনের শিকার হন।

উদ্ধার হওয়া দুইজন হলেন- আলমগীর হোসেন (৪৫) ও সিরাজ উদ্দিন (৩৫)।

বুধবার (১০ জুলাই) পিবিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ জানুয়ারি জমাজৈতন এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা ইমো অ্যাপে পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রতি জনের জন্য ২২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং ভয়াবহ শারীরিক নির্যাতনের দৃশ্য সরাসরি পাঠায়।

ভিকটিম সিরাজ উদ্দিনের পরিবার ১ লাখ ৫০ হাজার টাকা পাঠালেও মুক্তি দেওয়া হয়নি। পরে আরও দুই লাখ করে মোট ৪ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করা হয়।

অপহরণের ঘটনায় আলমগীর হোসেনের ভাই বাদী হয়ে গত ২৯ জানুয়ারি রাজধানীর আদাবর থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)।

তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমে রাজশাহী থেকে মো. রাসেল হক (২৫) ও পরে বাগেরহাট থেকে মো. মিন্টু ফরাজী (৩৯)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মুক্তিপণের লেনদেন সংক্রান্ত মোবাইল, ব্যাংক স্লিপ, অডিও ও ভিডিও প্রমাণ উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে গত ১৮ ফেব্রুয়ারি লিবিয়ার জিলজিয়া হাসপাতাল এলাকায় ভিকটিমদের ফেলে যায় অপহরণকারীরা। এরপর তারা ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (IOM) এবং ব্র্যাক মাইগ্রেশন-এর সহায়তায় বাংলাদেশ দূতাবাসের হেফাজতে আসেন।

ভিকটিম আলমগীর হোসেন গত ৯ জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে পৌঁছালে তাকে পিবিআই হেফাজতে নেয়। অপর ভিকটিম সিরাজ উদ্দিনের দেশে ফেরার প্রক্রিয়া এখনও চলমান।