শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7238

surplus

প্রকাশিত

১৩ জুলাই ২০২৫ ২২:০৪

অন্যান্য

ওয়াস্ট কেয়ার ফান্ড সম্মাননা পেলেন মালয়েশিয়া প্রবাসী নাসিম

ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে অবদানের স্বীকৃতি, ১৩তম বাংলাদেশি হিসেবে গর্বিত সংযোজন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ ২২:০৪

সম্মাননা গ্রহণ করছেন নাসিম মিয়া (ছবি: সংগৃহীত)।

বিশ্বব্যাপী ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে স্বেচ্ছাসেবী অবদানের জন্য সম্মানজনক 'ওয়াস্ট কেয়ার ফান্ড'-এ অন্তর্ভুক্ত হয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি তরুণ তথ্যপ্রযুক্তিবিদ নাসিম মিয়া।

তিনি ১৩তম বাংলাদেশি হিসেবে এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেন।

নাসিম মিয়া মূলত একজন ওয়ার্ডপ্রেস কোর কন্ট্রিবিউটর, প্লাগইন ও থিম ডেভেলপার হিসেবে বিশ্বব্যাপী পরিচিত।

সম্প্রতি তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা দিয়েছে ওয়াস্ট কেয়ার ফান্ড- একটি বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবী ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটরদের সম্মানিত করার উদ্যোগ।

এই সম্মাননার আওতায় তিনি পেয়েছেন, ৫০০ ইউরো সম্মানী, ডিজিটাল সার্টিফিকেট ও ওয়াস্ট ব্যাজ- যা তার আন্তর্জাতিক অবদানকে তুলে ধরবে।

ওয়াস্ট কেয়ার ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তার প্রোফাইল প্রকাশ করা হয়েছে।

নাসিম মিয়া একজন সফল ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, প্রশিক্ষক এবং কমিউনিটি গাইড।
তিনি হাজারের বেশি ওয়েবসাইট তৈরি করেছেন, বহু প্লাগইন ও থিম ডেভেলপ করেছেন, বিশ্বব্যাপী ক্লায়েন্টদের জন্য অফলাইন ব্যবসা ডিজিটাল মাধ্যমে রূপান্তর করেছেন, এবং স্মার্ট ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ব্র্যান্ডকে গ্লোবাল স্কেলে তুলে ধরছেন

এছাড়াও ওয়ার্ডক্যাম্প অর্গানাইজার, লোকাল মিটআপ আয়োজক ও নিয়মিত স্পিকার হিসেবে তিনি নতুনদের প্রশিক্ষণ দিয়ে আসছেন।

আগামী ২১ জুলাই ২০২৫ তারিখে মালয়েশিয়ার জোহর বাহরুতে তার পরবর্তী ওয়ার্ডপ্রেস মিটআপ অনুষ্ঠিত হবে।

নাসিম মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে।

তিনি ২০১৫ সালে শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং

২০১৭ সালে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে এইচএসসি (বিজ্ঞান বিভাগ) পাস করেন।

২০১৮ সালে পাড়ি জমান মালয়েশিয়ায় এবং বর্তমানে কর্মরত রয়েছেন লামিনার (এম) এসডিএন বিএইচডি নামক একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে।

২০১৫ সাল থেকেই তিনি ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং-এ ফ্রিল্যান্সিং করে আসছেন।

অনুভূতি জানতে চাইলে নাসিম মিয়া বলেন, 'এই সম্মান শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের ওয়ার্ডপ্রেস ও আইটি কমিউনিটির সম্মান। আমি চাই আমাদের তরুণরা প্রযুক্তির মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান তৈরি করুক।'

তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের প্রযুক্তি খাতকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।