শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7418

surplus

প্রকাশিত

১৮ জুলাই ২০২৫ ২১:৪৪

অন্যান্য

সিলেট দেবালয় রথযাত্রা কমিটির মতবিনিময় সভায় আরিফুল হক চৌধুরী

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ ২১:৪৪

ছবি: সংগৃহিত।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আমাদের এই সিলেট নগর সাম্প্রদায়িক সম্প্রীতির নগর হিসেবে সুপ্রাচীনকাল থেকেই পরিচিত। সিলেট নগরের সম্প্রীতির বন্ধন আগামী দিনে আরও শক্তিশালী হবে। আমরা কোনো অশুভ শক্তির কাছে মাথানত করবো না। আমাদের সম্প্রীতি ও ভালোবাসার মিলনমেলা আমরা সবাই মিলেমিশে আরও সুসংহত ও সমৃদ্ধ করতে কাজ করবো।’

তিনি বলেন, ‘সিলেট নগরের রিকাবীবাজারস্থ রথযাত্রাস্থানেই আগামী দিনের সকল রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। সিলেটের ২০০ বছরের ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব রিকাবীবাজারেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে। এ স্থান অন্যত্র সরানো হবে না।’

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় সিলেট নগরের মির্জাজাঙ্গালের মণিপুরী রাজবাড়িস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় সিলেট নগরে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত রয়েছে। আমরা সিলেটবাসী সবসময় একে অপরের পাশে থাকি। একে অপররের প্রতি শ্রদ্ধাশীল
থাকি।’

তিনি বলেন, ‘যে মানুষ তার নিজ ধর্ম সঠিকভাবে পালন করেন, তিনি কখনোই অন্য ধর্মের মানুষের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন না, কাউকে আঘাত করেন না।’

মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত সিংহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উপদেষ্টা ড. দিলীপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেট, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সজল ঘোষ, উত্তম সিংহ রতন, লাড়ু সিংহ, বাবলু সিংহ, সাংবাদিক দিগেন সিংহ, ধরণী সিংহ, রতন সিংহ, অশোক শর্ম্মা, মিন্টু সিংহ, মাইব্রাম রাসেল, অপর্ণা দেবী, মুতুম সুরোজিত ও অমলেশ সিংহ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ সমেন্দ্র সিংহ।

মতবিনিময়সভার আগে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সংগঠনকে গতিশীল করতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ রথযাত্রা মহোৎসব ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব দাখিল করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।