শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7419

surplus

প্রকাশিত

১৮ জুলাই ২০২৫ ২২:১০

আপডেট

১৮ জুলাই ২০২৫ ২২:১১

অন্যান্য

তরুণ প্রজন্মকে নিয়ে সমৃদ্ধ চলচ্চিত্র চর্চার আহ্বান

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ ২২:১০

ছবি: সংগৃহিত।

বৈষম্যের বিরুদ্ধে নাগরিক প্রতিরোধ ও ইতিবাচক পরিবর্তনের চিন্তা বিকাশে চলচ্চিত্র একটি গুরুত্বপূর্ণ মাধ্যম- এ কথা উল্লেখ করে তরুণ সমাজকে ইতিবাচক ও মানবিক চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান বৈষম্য ও সংকটময় ভবিষ্যতের প্রেক্ষাপটে ইতিবাচক পরিবর্তনের জন্য চলচ্চিত্র হতে পারে অন্যতম শক্তিশালী হাতিয়ার। ২০০৩ সালের ৩ জুলাইয়ের গণঅভ্যুত্থানের ইতিহাস ও ভাবনা আমাদেরকে গণতান্ত্রিক চেতনাকে আরও শাণিত করতে অনুপ্রাণিত করে।'

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি যৌথ আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শাবিপ্রবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে।

এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ ছিল।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হুসাইন, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ এছাক মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মীর মো. আসলাম উদ্দিন, চোখ ফিল্ম সোসাইটির সভাপতি মোঃ সাকিব মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হামিম চৌধুরী প্রমুখ।

বাঙ্গালাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বলেন, 'তরুণ নির্মাতাদের উচিত চলচ্চিত্রের মাধ্যমে সমাজের বৈষম্য, মানবাধিকার ও নৈতিক মূল্যবোধকে তুলে ধরা। তাদের সৃষ্টিকর্মই হতে পারে একটি মানবিক সমাজ নির্মাণের চালিকাশক্তি।”

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রযোজিত ‘শ্রাবণ বিদ্রোহ’ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নির্মিত ‘The Monsoon Revolution’ শীর্ষক দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, চলচ্চিত্র শুধু বিনোদন নয়, এটি ইতিহাস সংরক্ষণ ও সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। তরুণদের মধ্যে সমাজবোধ, ইতিহাসচেতনা এবং মূল্যবোধ গঠনে চলচ্চিত্রচর্চার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানটি গভীর ভাবনার পাশাপাশি চলচ্চিত্র নিয়ে নবীন নির্মাতাদের উৎসাহ ও দিকনির্দেশনা দেয়।